সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর সার্বিক দিক-নির্দেশনায় সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর চৌকস টিম জুলাই-সেপ্টেম্বর/২০২৫ মাসে ইতিপূর্বে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের মধ্যে হতে বিভিন্ন ব্র্যান্ডের ১০৮ টি মোবাইল ফোন তথ্য প্রযুক্তির সাহায্যে দেশের বিভিন্ন স্থান হতে উদ্ধার করেন। এছাড়াও ভুলবশতঃ অন্য নাম্বারে চলে যাওয়া ও প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত ২০ জন ভুক্তভুগীর নগদ/বিকাশের সর্বমোট= ৩,৬০,২৬০/- (তিন লক্ষ ষাট হাজার দুইশত ষাট ) টাকা উদ্ধার করেন। উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশ/ নগদের টাকা অদ্য ১৪ অক্টোবর ২০২৫ খ্রিঃ তারিখে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিল সেডে আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন পুলিশ সুপার, সাতক্ষীরা।
পুলিশ সুপার মহোদয় ভুক্তভুগীগণের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি আরো বলেন মোবাইল ফোন বা অন্যান্য ডিভাইস এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে আরো বেশি সতর্কতা অবলম্বন করতে হবে।
মোবাইল ফোন ও বিকাশ/ নগদের টাকা ফেরত পেয়ে ভুক্তভোগীগণ সন্তুষ্টি প্রকাশ করেন এবং পুলিশ সুপার মহোদয় ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মিথুন সরকার, পুলিশ পরিদর্শক(নি:), ডিআইও-১, (ডিএসবি), জনাব মোঃ মনিরুল ইসলাম, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।