সাতক্ষীরার শ্যামনগরে আগামী ২০২৬ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী শ্যামনগর শাখার উদ্যোগে বুথ ভিত্তিক এজেন্ট সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকালে নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফার সঞ্চলনায় প্রধান অতিথির বক্তৃতা দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা অজিজুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা দেন সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
এসময় অরোও বক্তব্য দেন জামায়াত মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমেদ, সাবেক উপজেলা আমির মাওলানা আব্দুল মজিদ, সাবেক উপজেলা আমির প্রফেসর আব্দুল জলিল, উপজেলা জামায়াত সহকারী সেক্রেটারি মো: রেজাউল ইসলাম, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, জামায়ত নেতা আব্দুল হামিদ, মো: মহসিন প্রমুখ।